প্রকাশিত: Fri, Dec 9, 2022 5:23 PM
আপডেট: Tue, Jul 1, 2025 8:20 PM

সন্ধ্যার আগেই মাঠ কানায় কানায় পূর্ণ

জেরিন আহমেদ: অবশেষে সব ধরনের অনিশ্চয়তা কাটার পর সমাবেশটি রাজধানীর গোলাপবাগ মাঠে চূড়ান্ত হয়। এর পর পরই বিএনপির নেতা-কর্মীরা দলে দলে মাঠটিতে আসতে শুরু করেছে। বেলা সাড়ে তিনটার দিকে সায়েদাবাদ সংলগ্ন এই মাঠে অনুমতি পাওয়ার বিষয়টি দলের পক্ষ থেকে জানানোর পর সোয়া চারটার আগেই নেতা-কর্মীদের প্রথম দলটা পৌঁছে যায় মাঠে। সরকারবিরোধী নানা স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে ঢুকতে থাকে তারা। সন্ধ্যা আগে আগেই মাঠের অর্ধেকটা পূর্ণ হয়ে যায়।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠে বাড়তে থাকে ভিড়। সেখানে তারা খালেদা জিয়ার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, তারেক রহমানের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন ইত্যাদি স্লোগান দিয়ে মাঠ মাতাচ্ছে। একদল মানুষকে নামাজ পড়তেও দেখা যায়। নেতা-কর্মীদের মিছিলের কারণে মাঠের সামনের সড়কে যানজটও দেখা দিয়েছে।

সমাবেশ স্থলে আসা চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মো. সায়েদ বলেন, আমরা সরকারের ফাঁদে পা দেই নাই। তারা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে বলেছিল। আমরা রাজি হই নাই। দেখেন কী পরিমাণ লোক হয়েছে আজকেই। তবে নেতা-কর্মীরা সেখানে পৌঁছে গেলেও মঞ্চ নির্মাণের কাজ সন্ধ্যায়ও শুরু হয়নি। 

নির্বাচনকালীন নির্দলীয় সরকারসহ নানা দাবিতে গত ১২ অক্টোবর থেকে প্রতি শনিবার দেশের বিভাগীয় শহরগুলোতে বিএনপির সমাবেশের প্রতিটিতেই এই চিত্র দেখা গেছে। কোথাও জনসভার আগের দিন, কোথাও এমনকি দুই বা তিন দিন আগে থেকেই সভাস্থলে নেতা-কর্মীদের ভিড় দেখা গেছে। সম্পাদনা: এল আর বাদল